বীরের জয় - কবিতা



কবিতার শিরোনামঃ বীরের জয়

লেখকঃ মোঃ নুর হাসান শেখ 


সকল মানুষ হয়েছিলো এক মুক্তির সে যুদ্ধে,

সকলে হাতে অস্ত্র নিলো পাক-বাহিনির বিরুদ্ধে।

শাসক দল অপ-কর্ম করে হয়ে গেছে জঘন্য,

লক্ষ মানুষ জীবন দিয়েছে স্বাধীনতার জন্য।


লক্ষ বীর মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে বিসর্জন, 

তাদের আত্মত্যাগের বিনিময়ে মোদের বিজয় অর্জন।

শাসকদের রুখতে হবে করতে হবে প্রতিহত,

মুক্তির তরে দামাল ছেলেরা হয়ছে যুদ্ধাহত।


মানুষের মাঝে ছিলো স্বজন হাড়ানোর যে ব্যথা,

এই বিজয়ের মধ্য দিয়ে মুছে গেছে সেথা।

 শত কষ্টের পর এবার উঠেছে নতুন ভোর।

বিজয়ের আনন্দ উল্লাসে, চারিদিক বিভোর

Post a Comment

0 Comments