কোথায় মানবতা? - কবিতা

 


কবিতাঃ কোথায় মানবতা?

লেখকঃ মোঃ নুর হাসান শেখ 


পথের ধারে পথ শিশুরা হাঁটছে এই শীতে,

তোমরা আছো স্বজন নিয়ে বসে ছাউনীতে।

অবহেলা আর অনাদরে সারাদিন খাবার খুঁজে,

 তোমরা আছো ঘরের কোণে দেখেও চোখ বুজে।


তোমাদের তো বেশি খেয়ে পেটে অসুখ করে,

ওদের মাঝে অনেকে আছে না খেয়ে মরে।

ধুলোর সাথে বসবাস ধুলোয় জীবন পার,

স্নেহ-মমতা পাবার কোনো,নেই কি অধিকার?


কাগজ নিয়ে ঘুরে ওরা টুকাতে ফেলা পন্য,

যা পাবে বিক্রি করবে খাবার কিনার জন্য।

চলো এভার  সান্নিধ্যে থেকে দিবো খাদ্য-বস্তু,

তাদের সাথে থাকতে হবে ধরে শিশুদের হস্ত।

Post a Comment

0 Comments