সোশ্যাল মিডিয়া কি আমাদের সাথে তাহলে প্রতারণা করছে?

 


কেমন করে সোশ্যাল মিডিয়া আপনাকে বিভ্রান্ত করে 

ডা. অপূর্ব চৌধুরী 

London, England 

সোশ্যাল মিডিয়া আপনাকে সেটাই দেখায়, সেটাই দেখাবে, যা আপনি দেখতে চান, যা আপনি পছন্দ করেন । এতে আপনি শুধু সেটাই জানবেন, যা আপনি ফিল করেন । কিন্তু কিছু ফিল করা মানে - তা সত্য নয় । 

ফিলিংস হলো একটি ইপালসিভ ট্র্যাপ। 

আপনাকে সত্যের বদলে ফিলিংস ট্র্যাপে ফেলে ভালো লাগা দেয়, ভালো লাগা দেবে, সোশ্যাল মিডিয়া আপনাকে এভাবে ভালো লাগা দিয়ে আপনার ভেতর অন্য আরেকটি আপনি তৈরি করে । আপনি তাই বার বার এখানে আসেন । 

গড়ে প্রতিদিন আপনি তিন ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়াতে থাকেন । গড়ে আপনি তিনশো বারের বেশি প্রতিদিন ফোনের স্ক্রিনের দিকে তাকান, গড়ে আপনি বায়ান্ন বারের বেশি প্রতিদিন ফোনটি হাতে নেন । 

এতে আপনি সত্য জানার চেয়ে ফেইক হবার পরেও আপনার ভালো লাগার সাথে এবং আপনার বিশ্বাসের সাথে মিলে যায় বলে মিথ্যাকে সত্য মনে করেন । 

আপনি বার বার সেগুলোই দেখতে থাকেন । আপনি ভিন্নতা দেখেন না আর । ভিন্ন তাই মিথ্যাকে সত্য থেকে পার্থক্য করে, পৃথক করে । 

ধীরে ধীরে আপনার মধ্যে মিথ্যাটি সত্যের রূপ নিয়ে গেড়ে বসে । 

বারবার একই মিথ্যা পিরামিডের মতো উঁচু হয়ে গেলে সত্য তখন তার পাশে কুঁড়েঘরের চেয়েও সাধারণ মনে হয় । 

কোথাও সত্য থাকলেও আপনি সে'টি আর দেখতে পান না, আপনি দেখতেও চান না, আপনাকে দেখানোও হয় না, এমনকি আপনার সামনেও আসে না ।  

ভিন্নতা আপনার তখন সহ্য হয় না, ভিন্নতাকে নকল মনে হয় তখন আপনার কাছে । 

আপনি ভিন্নতা শুনতে বিব্রত হন ধীরে ধীরে । আপনার মধ্যে গড়ে ওঠা মিথ্যার অ্যালগরিদম আপনাকে সত্যের টাচ এবং ফিলিংস দেয় । আপনি ভাবেন আপনি সেটার সাথে কানেক্ট করতে পেরেছেন । তখন আপনার নিজের কাছে, নিজের জানার কাছে কোন জবাবদিহিতা থাকে না, আপনি অন্যের মধ্যে বিন্দু মাত্র সত্য দেখলেও সেটাকে অসহ্য করতে থাকেন নিজের কাছে নিজের জবাবদিহিতার ভয়ে । 

আপনি তখন থিওরি'কে ফ্যাক্ট ভাবেন, ফ্যাক্ট'কে থিওরি ভাবেন । 

আপনি আপনার ভেতর একটি ফিল্টারিং মডেল তৈরি করেন । আর সেটা আপনাকে ফিল্টার করে যা দেয় - All truths are fake, all lies are true.




Post a Comment

0 Comments